বাংলাদেশের অনুরোধ না রাখার কারণ জানাল আইসিসি
নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল বিসিবি। ১৭ দিনের আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। আজ বুধবার (২১ জানুয়ারি) ভার্চুয়ালি এক সভা শেষে আইসিসি জানিয়েছে, ভারতে গিয়েই খেলতে হবে বাংলাদেশকে।
ভারতীয় ক্রিকেটভিত্তক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ভারতে না গেলে সেই জায়গায় নতুন দল নেবে আইসিসি। সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে একদিন সময়ও দিয়েছে আইসিসি।
শুরু থেকেই বিসিবি জানিয়ে আসছিল, ভারতে বাংলাদেশ দল, ম্যানেজমেন্ট, মিডিয়া কর্মী এবং সমর্থকদের নিরাপত্তা শঙ্কা রয়েছে। এরপরও বাংলাদেশের অনুরোধ না রাখার কারণ ব্যাখ্যা করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আইসিসি।
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ দলের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে, এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন না থাকায় আইসিসির পক্ষে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়।’
‘এতে অন্য দল ও বিশ্বব্যাপী সমর্থকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে। একই সঙ্গে এমন নজির তৈরি হবে, যা আইসিসির শাসনব্যবস্থার নিরপেক্ষতা, ন্যায্যতা ও সততাকে ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করবে।’- বিজ্ঞপ্তিতে যোগ করে আইসিসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে নিরাপত্তার বিষয়ে লেখা হয়েছে, ‘স্বাধীন পর্যালোচনাসহ সব ধরনের নিরাপত্তা মূল্যায়নে দেখা গেছে, ভারতে টুর্নামেন্টের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, গণমাধ্যমকর্মী, কর্মকর্তা ও সমর্থকদের জন্য কোনো হুমকি নেই।’
এরপরও সূচী পরিবর্তন করা হলে এটি ভবিষ্যতে আইসিসির নিরপেক্ষতা ক্ষুন্ন হওয়ার আশাঙ্কা তৈরি হতো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা–হুমকি না থাকা সত্ত্বেও সূচি পরিবর্তন করলে ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর সংবেদনশীলতা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে—এমন একটি নজিরও তৈরি হতে পারে।’
আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা ওঠবে বিশ্বকাপের। সেই হিসেবে বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর ১৭ দিন। বর্তমান সূচী অনুযায়ী প্রথম দিনেই বাংলাদেশের ম্যাচ রয়েছে। আইসিসি বলছে, ‘টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে এসে সূচিতে পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়।’

স্পোর্টস ডেস্ক