নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল বিসিবি
পুরুষদের ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হওয়ার টিকিট আগেই পেয়েছে বাংলাদেশ। এবার আরও একটি বিশ্ব আসরের আয়োজক হতে যাচ্ছে তারা। আগামী ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। ১০ দলের অংশগ্রহণে সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া এই টুর্নামেন্টের ভেন্যুর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন এই বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে বিসিবি। ১০ দলের বিশ্বকাপের দুই গ্রুপে খেলা ভাগ হয়ে হবে সিলেট ও ঢাকায়। সিলেটে মূল মাঠের বাইরে একাডেমি মাঠেও হবে খেলা। তবে টুর্নামেন্টের আগে ওয়ার্মআপ ম্যাচ হবে বিকেএসপিতে।
২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। ২০২৭ নারীদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা শ্রীলঙ্কায়। তবে এ ক্ষেত্রে শ্রীলঙ্কাকে বাছাই পর্ব উতরে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এদিকে, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ১৭ মার্চ আসবে ঢাকায়। মিরপুরে তিন ওয়ানডে হবে ২১, ২৩ ও ২৫ মার্চ। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের আগে যা বড় প্রস্তুতির সুযোগ নিগার সুলতানাদের।