আবাসিক ভবনে রেস্টুরেন্ট, ধানমণ্ডির পর এবার পুরান ঢাকায় অভিযান
রাজধানীর ওয়ারী এলাকায় আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। আজ সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ইকবাল হোসাইন।
শুরুতে তারা র্যাংকিং স্ট্রিটের ‘আই লাভ মেজ্জান’রেস্টুরেন্ট পরিদর্শন করেন। রেস্টুরেন্টের ভেতরে কিচেনের পাশে এক্সিট থাকলেও সেটি বন্ধ পাওয়া গেছে এবং সেই পথে বিভিন্ন মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে।
এ বিষয়ে উপকমিশনার আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলমান আছে।
এর আগে ধানমণ্ডির সাত মসজিদ রোডের গাউসিয়া টুইন পিক ভবনের ১২টি রেস্তোরাঁ সিলগালা করার নির্দেশ দিয়েছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার। আর একই এলাকায় কেয়ারি ক্রিসেন্ট ভবন সিলগালা করে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ সোমবার (৪মার্চ) দুপুরে ভবনটিতে অভিযান চালিয়ে সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।