কিশোরগঞ্জে স্কুলশিক্ষিকা মৌ হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জে স্কুলশিক্ষিকা আতিয়া জাহান মৌকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ মানববন্ধন শুরু হয়।
মানববন্ধনে নিহত মৌয়ের মা রওশন আরা কবিতা, ভাই কামরুল হাসান অনিক, বোন আফরিন আরা সামিরা, খালা মমতাজ আরাসহ তাঁর স্বজন ও স্থানীয় লোকজন অংশ নেন।
মানববন্ধনে দেওয়া বক্তব্যে নিহতের পরিবারের সদস্য ও স্বজনরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের আটক করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
জেলার মিঠামইন উপজেলার গোপদীঘি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আতিয়া জাহান মৌকে (২৪) গত বছরের ৬ নভেম্বর রাতে কয়েকজন দুর্বৃত্ত কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার বাসায় একা পেয়ে পাশবিক নির্যাতন শেষে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা রওশন আরা কবিতা বাদী হয়ে বত্রিশ এলাকার টিটু ও রাজীব এবং গোপদীঘি গ্রামের রিফাত নামে তিন যুবককে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে সদর থানায় একটি মামলা করেন। আসামিদের মধ্যে রিফাত আদালতে আত্মসমর্পণ করে কিছুদিন পর মুক্তি পান। বাকি দুই আসামিকে পুলিশ এখনো আটক করতে পারেনি।