পুরান ঢাকায় আগুন, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর পুরান ঢাকায় একটি ছাপাখানায় আগুন লাগে। আজ শুক্রবার (১৫ মার্চ) রাত ৯টা ৩৮ মিনিটে তথ্য পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে সেখানে ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আজ শুক্রবার রাত ১০টা৫০ মিনিটে পাটুয়াটুলির ঘি পট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট কাজ করেছে। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ৎ
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি বলেও জানান রাকিবুল।