যে কারণে জিম্বাবুয়ে সিরিজের দলে নেই সৌম্য
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে কদিন বাদেই আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হবে বাংলাদেশের। ঘরের মাঠে চেনা প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ খেলবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরই মধ্যে এই সিরিজের প্রথম তিন ম্যাচের দলও জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল রোববার (২৯ এপ্রিল) সন্ধ্যায় জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা দেয় বিসিবি। তবে এই দল থেকে বাদ পড়েছেন শেষ শ্রীলঙ্কা সিরিজে খেলা সৌম্য সরকার। বোর্ডের ঘোষিত ১৫ সদস্যের দলে রয়েছে একাধিক চমক। প্রথম তিন ম্যাচের দলে সৌম্যর পাশাপাশি নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
তিনজনই ছিলেন ১৭ জনের প্রাথমিক দলে ছিলেন। কিন্তু ১৫ জনের দলে জায়গা পাননি। কারণ কী? এই প্রশ্নের ব্যাখ্যাই দিলেন নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার। সৌম্যকে নিয়ে বলেন, ‘চোটের কারণে প্রথম তিন ম্যাচের দলে রাখা হয়নি সৌম্যকে। মেডিকেল টিম থেকে পরবর্তী নির্দেশনা পেলে আমরা বুঝতে পারবো, সে কী অবস্থায় রয়েছে।’
প্রথম তিন ম্যাচে না থাকলেও পরের দুটিতে ঢুকতে পারেন সৌম্য। এ ছাড়া নিশ্চিতভাবেই ঢুকবেন সাকিব ও মুস্তাফিজ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব। তিনি ছুটি শেষে যোগ দেবেন বাংলাদেশ দলে। আইপিএল শেষে মুস্তাফিজও যোগ দেবেন চতুর্থ টি-টোয়েন্টিতে। আইপিএল শেষে আগামী ২ মে দেশে ফিরবেন মুস্তাফিজ। ৩ মে থেকে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। অনেকের ধারণা, আইপিএলে টানা ম্যাচ খেলার ক্লান্তি বিবেচনায় এনে শুরুর তিন ম্যাচে রাখা হয়নি তাকে।
প্রথম তিন ম্যাচে বাংলাদেশের স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আফিফ হোসেন, সাইফউদ্দিন, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম।