হাথুরুসিংহে আমাকে ভালো বোঝেন, বললেন সৌম্য
সৌম্য সরকারকে বারবার সুযোগ দেওয়া নিয়ে সমালোচনা কম হয়নি। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই বিষয়টি নিয়ে বুলিংয়ের শিকার হন তিনি। তবে, এর সঙ্গে জুড়ে দেওয়া হয় আরেকজনের নাম। তিনি কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
চলতি নিউজিল্যান্ড সফরেও সৌম্যের সুযোগ পাওয়া নিয়ে সমালোচনার বান ছুটে হাথুরুসিংহের দিকে। এ ছাড়া প্রথম ম্যাচে সৌম্যের ভয়ংকর প্রত্যাবর্তনের পর সেটা আরও বেড়ে যায়। শঙ্কা জাগে আজকের ম্যাচের একাদশে ঠাই পাওয়া নিয়ে। অবশেষে তার ওপর আবারও আস্থা রাখেন হাথুরুসিংহে। সেই আস্থার মান রেখেছেন সৌম্য। ব্যাট হাতে ফিরেছেন পুরোনো ঢংয়ে। খেলেছেন ১৬৯ রানের রানের চমৎকার ইনিংস। ১৫১ বলে যা সাজানো ছিল ২২ বাউন্ডারি ও দুই ছক্কায়।
সৌম্যের ইনিংস ছাপিয়ে অবশ্য সাত উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। তবে, জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় তার প্রত্যাবর্তন। সংবাদ সম্মেলনেও যথারীতি আসলেন সৌম্য। নানা প্রশ্নের পর তাকে প্রশ্ন করা হলো হাথুরুসিংহের আস্থা নিয়েও।
তখন জবাবে সৌম্য বলেছেন, ‘এরকম কোন কিছুই না, সৌম্য সৌম্যই ছিলাম। হয়তোবা সে (হাথুরুসিংহে) আমাকে ভালো বুঝতে পারেন। যে জন্য ছোট এক কথা বলেছে যা আমার জন্য ক্লিক করেছে। এখন আমরা কীভাবে দেখি সেটা বড় বিষয়। একটা মানুষ হেঁটে গেলে তার মধ্যে অনেক নেগেটিভিটি পাবেন। আপনি যদি কেবল নেগেটিভি দেখতে চান নেগেটিভিটিই দেখবেন। পজেটিভ চিন্তা করলে পজিটিভ জিনিস পাবেন। হয়তো উনি পজেটিভ জিনিসটাই চিন্তা করে’।