বৃষ্টির পর ওভার কমিয়ে শুরু বাংলাদেশ-ভারত ম্যাচ
প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয়েছে বাংলাদেশ-ভারত নারী দলের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। বৃষ্টির কারণে লম্বা সময় বন্ধ থাকায় কমিয়ে আনা হয়েছে ম্যাচের দৈর্ঘ্য। ছয় ওভার কমিয়ে ম্যাচ আনা হয়েছে ১৪ ওভারে।
বৈরি আবহাওয়ায় আজ সোমবার (৬ মে) নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর। বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচ ২৮ মিনিট পরই বন্ধ হয়। সিলেটে শিলাবৃষ্টি শুরু হওয়ায় বন্ধ থাকে ম্যাচটি। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফের শুরু হয় খেলা
ভারত ইনিংসের ষষ্ঠ ওভারে বৃষ্টি নামে, সঙ্গে শিলা। ৪টা ৪৩ মিনিটে খেলোয়াড়রা মাঠ ছেড়ে যান। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ভারতের সংগ্রহ ৫.৫ ওভারে দুই উইকেট হারিয়ে ৪৮ রান।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দলীয় চার রানের মাথায় ওপেনার শেফালি ভার্মাকে রিতু মনির ক্যাচ বানিয়ে ফেরান শরিফা খাতুন। শেফালির ব্যাট থেকে আসে দুই রান। ১৪ বলে ২২ রান করা হেমলতাকে লেগবিফোরের ফাঁদে ফেলেন মারুফা আক্তার। ভারতের পক্ষে ক্রিজে আছেন স্মৃতি মান্দানা ও অধিনায়ক হারমানপ্রীত কৌর।