ট্রেনের চাপে ভাঙল রেললাইন, পাটের বস্তা মুড়িয়ে চলছে ট্রেন
নাটোরে ট্রেনের চাপে ভেঙে গেছে রেললাইন। আজ বুধবার (৮ মে) সকালে জেলার বাগাতিপাড়া উপজেলার লোকমানপুরে ট্রেনের চাপে রেললাইনের ৪ ইঞ্চি ভেঙে গেছে। রেললাইন ভাঙলেও ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়নি।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভেঙে যাওয়া অংশে পাটের বস্তা মুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। তবে স্বাভাবিক গতির চেয়ে অনেক কম গতি নিয়ে ট্রেন চলাচল করছে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের (রাজশাহী) জিএম অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেন ঢালাচর এক্সপ্রেস নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুরের মালিগাছা এলাকা অতিক্রম করে স্টেশনে প্রবেশের পর একপাশের লাইনের প্রায় ৪ ইঞ্চি পরিমাণ ভেঙে যায়। অনেক পুরান লাইন হওয়ায় এমনটি হয়েছে। তবে ওই স্থানে বিশেষ ব্যবস্থায় ১০ কিলোমিটার গতিতে পারাপার করা হচ্ছে ট্রেনগুলো।’
লাইনটি মেরামতে কাজ চলছে। কয়েক ঘণ্টার মধ্যেই লাইনটি মেরামত করে স্বাভাবিক করা হবে বলে জানান জিএম অসীম কুমার তালুকদার।