নিলামে উঠছে ম্যারাডোনার হারিয়ে যাওয়া গোল্ডেন বল
৩৮ বছর আগে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। সেই বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি তিনি হয়ে উঠেছিলেন দেশটির স্বপ্নের নায়ক। ইতিহাস খ্যাত ১৯৮৬ সালের বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে জেতেন গোল্ডেন বলের পুরস্কার।
যদিও তার সেই পুরস্কার হারিয়ে গিয়েছিল। অবশেষে ম্যারাডোনার মৃত্যুর প্রায় ৩ বছর পর সেই ট্রফিটি খুঁজে পাওয়া গেছে। যা বিক্রির উদ্দেশ্যে তোলা হচ্ছে নিলামে। ফ্রান্সের দ্য আগুটস অকশন হাউজ দাবি করছে, তারা গোল্ডেন বল ট্রফিটি খুঁজে পেয়েছে এবং আসছে জুনে তা নিলামে ওঠাবে। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটি ঘোষণা করে, তারা ম্যারাডোনার গোল্ডেন বল সামনে আনছে এবং সেটি ‘মিলিয়ন’ ডলারে বিক্রি হবে বলে আশা করছে।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করেছিলেন ম্যারাডোনা। হাত দিয়ে করা প্রথম গোলটি যেমন কুখ্যাত হয়ে আছে, এরপর পাঁচজনকে কাটিয়ে করা দ্বিতীয় গোলটি ঠাই পেয়েছে ফুটবলের ইতিহাসে। বিশ্বকাপ ইতিহাসেরই সেরা গোল বিবেচনা করা হয় সেটিকে। সেই ম্যাচে যে জার্সি পরে খেলেছেন ম্যারাডোনা ও সেই ম্যাচের বল এর আগে নিলামে কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে। এবার এই সোনার বলের দাম কত উঠবে, তা নিয়েও জল্পনা শুরু হয়ে গেল।