সড়কে শৃঙ্খলা আনতে আইন হচ্ছে : কাদের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/10/photo-1460281290.jpg)
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি
সড়ক-মহাসড়কে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলের লক্ষ্যে শিগগিরই সড়ক পরিবহন আইন করতে যাচ্ছে সরকার।
আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রস্তাবিত এ আইনের খসড়ার ওপর একটি আলোচনা সভায় এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ‘পরিবহনে বিশৃঙ্খলা, রাস্তায় বিশৃঙ্খলা—তাহলে আমি আইন করব কেন? আইন প্রণয়ন করতে হবে, আইনকে মানাতে হবে। মানাতে হলে কিছু ব্যবস্থা নিতে হবে।’
আলোচনা সভায় পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আইনটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।