গোলরক্ষকের হাস্যকর গোল!
ফুটবল-বিশ্বে ওশেনিয়া বেশ পিছিয়ে থাকা একটি অঞ্চল। তাহিতি আর ফিজিরও ফুটবলে তেমন নামডাক নেই। আর এই দুই দেশের দুটো ক্লাবের লড়াইয়ে এমন এক গোলের জন্ম হয়েছে যা দেখে হাসির রোল পড়ে গেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছিল তাহিতির এএস তেফানা ও ফিজির নাদি এফএ। তেফানা সহজেই ৬-১ গোলে জিতেছে ম্যাচটা। তবে তেফানার জালে গোল করেছেন তাদেরই গোলরক্ষক মাইকেল রোচ। সেটাও এমন এক গোল যা দেখলে হাসি চেপে রাখাই মুশকিল।
তেফানার এক খেলোয়াড় থ্রো করে বল দিয়েছিলেন রোচকে। বক্সের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা রোচ কী মনে করে শট নিয়েছিলেন পোস্ট লক্ষ্য করে। সবাইকে হতভম্ব করে অরক্ষিত পোস্টে ঢুকে গেছে বল। প্রায় শূন্য ডিগ্রি কোণ থেকে এমন অভাবনীয় গোল করে রোচ নিজেও হতবাক। ফুটবলে শূন্য ডিগ্রি কোণ থেকে গোল মানেই দৃষ্টিনন্দন গোল। তবে সেই ‘দৃষ্টিনন্দন’ গোল রোচ আর তাঁর সতীর্থরা উপভোগ করতে পারেননি।
রোচের ফুটবল-জীবনে অবশ্য এর চেয়েও লজ্জার দিন এসেছিল। ২০১৩ সালে ব্রাজিলে অনুষ্ঠিত কনফেডারেশন্স কাপে স্পেনের কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তাহিতি। সেই ম্যাচেও তাহিতির গোলরক্ষণের দায়িত্ব ছিল রোচের কাঁধে। বলাই বাহুল্য, সেই সময়ের বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে দায়িত্বটা তিনি ভালোভাবে পালন করতে পারেননি।