বালতির পানিতে ডুবল এক বছরের শিশু
রাজধানীতে বালতির পানিতে ডুবে এক বছর বয়সী আমেনা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ মে) সকালে ওয়ারীর বনগ্রাম রোডের একটি ফ্লাটে এ ঘটনা ঘটে।
বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
বাচ্চু মিয়া জানান, শনিবার দুপুরে শিশুটিকে অচেতন অবস্থায় ঢামেকে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শিশু আমেনা ফেনী সদরের শিলুয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। পরিবারের সঙ্গে ওয়ারীর বনগ্রাম রোডের একটি বাসায় দ্বিতীয় তলায় থাকত। দুই বোন এক ভাইয়ের মধ্যে আমেনা ছিল ছোট।
শিশুটির মা খোদেজা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘আমি নাস্তা বানাচ্ছিলাম। কখন যে আমেনা বাথরুমে রাখা বালতির পানিতে পড়ে যায় তা দেখিনি। নাস্তা বানানো শেষে আমেনাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকি। একপর্যায়ে দেখি বাথরুমের বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে আমেনা। দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’
বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।