বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজী কবির আর নেই
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আজ বুধবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রোজী কবির দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রোজী কবির তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে দলটির সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করেন বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত এই সহযোদ্ধা। তিনি জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর কমিটির সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেছেন।
মূলত, রোজী কবিরের রাজনৈতিক যাত্রা শুরু হয় বড় ভাই সাবেক ডেপুটি স্পিকার ও পরিকল্পনামন্ত্রী ব্যারিস্টার সুলতান আহমেদের হাত ধরে। মহান জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য ছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের বোর্ড মেম্বার ছিলেন।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে রোজী কবিরের বিচরণ ছিল উল্লেখ করার মতো। তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, ডায়বেটিক এসোসিয়েশন, বাংলাদেশ থ্যালেসামিয়া সমিতি, সাহিক, বিএনএসবি, শিশু একাডেমী, মহিলা ক্রীড়া সমিতি এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন।
বেগম রোজী কবির চট্টগ্রাম নগরীর উত্তর হালিশহরের প্রখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। বন্দর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রামের প্রসিদ্ধ হোটেল শাহজান এবং এশিয়াটিক কটনমিলের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বেগম রোজী কবিরের দুই ছেলে ও দুই মেয়ে বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে অর্থনীতিবীদ, প্রকৌশলী, শিক্ষকতা ও চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে রোজী কবিরের জানাজা আজ বুধবার বাদে আসর জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।