ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, চলাচলে ধীরগতি
ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। সকালে কয়েকটি সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
আজ শুক্রবার (১৪ জুন) ভোররাতেও মহাসড়কটির টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌংলী এলাকায় উত্তরবঙ্গগামী লেনে সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। অপরদিকে সকাল সাতটার সময় ময়মনসিংহ লিংক রোডে এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গরুবাহী ট্রাক বিকল হয়। যার ফলে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে রসুলপুর এলাকা পর্যন্ত অন্তত আট কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
এতে এই এলাকায় যানবাহন চলে থেমে থেমে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি ও বিকল হওয়া গাড়ি সরিয়ে দেওয়ার পর থেকেই মহাসড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় সাত শতাধিক পুলিশ কাজ করছে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।