নির্ধারিত স্থানে গরু কোরবানি দিলে হাজার টাকা প্রণোদনা
রাত পোহালেই ঈদুল আজহা। এদিন সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেবেন মুসল্লিরা। দিনটিতে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আছে দুই সিটি করপোরেশন। নির্ধারিত স্থানে কোরবানিতে উৎসাহিত করছে তারা। এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্ধারিত স্থানে গরু কোরবানি দিলে এক হাজার টাকা প্রণোদনা ঘোষণা দিয়েয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
রাজধানীর মোহাম্মদপুর বছিলা কোরবানির পশুর হাট পরিদর্শনের সময় গতকাল শনিবার (১৫ জুন) বলেন, ‘সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের প্যারিস রোড সংলগ্ন মাঠে একসঙ্গে অন্তত ৫০০ গরু কোরবানির আয়োজন করা হয়েছে। যারা এখানে গরু কোরবানি দিতে আসবেন তাদের প্রত্যেক গরুর জন্য প্রণোদনা হিসেবে ডিএনসিসির পক্ষ থেকে এক হাজার টাকা করে প্রদান করা হবে। এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডে একটি স্থানে অন্তত ১০০ পশু কোরবানির উদ্যোগ নেওয়া হয়েছে।’
সাংবাদিকের প্রশ্নের জবাবে মেয়র জানান, ‘এবার ছয় ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে ডিএনসিসি সার্বিক প্রস্তুতি নিয়েছে। ঈদের দিন দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাত ৮ টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে। পশুর হাটের বর্জ্য পরিষ্কারের জন্য এবার আর ইজারাদারদের ওপর ভরসা করা হচ্ছে না। সিটি করপোরেশন থেকেই আমরা দ্রুত সময়ে পরিষ্কার করব।’