শেষ ম্যাচ জিতে মান বাঁচাল পাকিস্তান
পাকিস্তান-আয়ারল্যান্ড দুদলই বাদ পড়েছে গ্রুপপর্ব থেকে। শেষ ম্যাচটি ছিল তাই নিয়মরক্ষার। পাকিস্তানের জন্য মান বাঁচানোর ব্যাপারও ছিল। সমালোচনায় জর্জর দলটি শেষ অবধি নিজেদের মান কিছুটা হলেও রাখতে পেরেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছে জয় দিয়ে। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্কে রোববার (১৬ জুন) আয়ারল্যান্ডকে তিন উইকেটে হারিয়েছে পাকিস্তান।
আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে আয়ারল্যান্ড। জবাবে ১৮.৫ ওভারে সাত উইকেটে ১১১ রান করে পাকিস্তান।
টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠান বাবর আজম। যুক্তরাষ্ট্রের মন্থর পিচে শুরু থেকেই রান পেতে সংগ্রাম করেছে আয়ারল্যান্ড। শাহিন শাহ আফ্রিদির করা প্রথম ওভারেই দুই ব্যাটারকে হারায় দলটি। রানের খাতা খোলার আগেই ফেরেন অ্যান্ডি বালবার্নি। লোরকান টাকার বিদায় নেন দুই রান করে।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। ৩২ রানে ছয় উইকেট পড়ার পর মনে হয়েছিল ৫০ এর আগেই বুঝি অলআউট হবে দলটি। তার আর হয়নি। সপ্তম উইকেট গ্যারেথ ডিলানি ও মার্ক আডাইর ৪৪ রানের জুটি গড়েন। ১৯ বলে দলীয় সর্বোচ্চ ৩১ রান আসে ডিলানির ব্যাট থেকে। আডাইর করেন ১৫ রান। তাতে শতরান পার করে আয়ারল্যান্ড।
টি-টোয়েন্টির বিচারে খুব একটা বড় লক্ষ্য না হলেও মার্কিন পিচে এটিই অনেক। ব্যাটিংয়ে ধুঁকেছে পাকিস্তানও। ৬২ রানে পাকিস্তানের ছয় উইকেট তুলে নেয় আয়ারল্যান্ড। জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত আবারও অঘটন ঘটতে দেননি বাবর আজম। পাকিস্তান অধিনায়ক অপরাজিত থাকেন ৩৪ বলে ৩২ রানে। পাঁচ বলে ১৩ রানে অপরাজিত থাকেন শাহিন আফ্রিদি। পাকিস্তানের হয়ে বল হাতে ২২ রানে তিন উইকেট শিকার করেন এই পেসার। আট রানে তিন উইকেট নেন ইমাদ ওয়াসিম।