মাদারীপুরে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে আজ শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় ১০ ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
মাদারীপুর মডেল থানার পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুদ্দুস মল্লিক ও বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন খান। ৩৫০ ভোটে কুদ্দুস মল্লিকের কাছে পরাজিত হন সোহরাব। তিনি কুদ্দুস মল্লিকের বিরুদ্ধে জাল ভোটের মাধ্যমে জয়ী হওয়ার অভিযোগ এনে নির্বাচনের দিন বিকেল থেকে কোন্দলে জড়িয়ে পড়েন। সেই কোন্দলের জের ধরে আজ শুক্রবার দুপুরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাতজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হন এবং ১০ ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু সফার বলেন, ‘দুই পক্ষের বাদল মীর (৩০), শাহ আলম (২৮), আরিফ হাওলাদার (৩০), শওকত হাওলাদার (৩২) ও সাইফুল ইসলাম (৩১) গুলিবিদ্ধ হলে তাঁদের ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’