ভালোবেসে ইন্দোনেশিয়ার তরুণীকে বিয়ে করে আনলেন বাংলাদেশি যুবক
ইন্দোনেশিয়ার তারাডা বার্লিয়াম মেগানন্দ নামে এক তরুণীর সাথে দীর্ঘ পাঁচ বছর প্রেম করে অবশেষে বিয়ে করে ঘরে আনলেন বাংলাদেশি যুবক। ভালোবাসার টানে ইন্দোনেশিয়ায় গিয়ে তার মনের মানুষকে বিয়ে করে দেশে ফিরেছেন জয়পুরহাটের ক্ষেতলালের প্রেমিক যুবক শাকিউল ইসলাম।
তারাডা বার্লিয়াম মেগানন্দ ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বলে জানা গেছে। এ ঘটনায় ওই এলাকায় যেন হইচই পড়ে গেছে। ভিনদেশি এ নববধূকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে পাড়া-প্রতিবেশিসহ আশেপাশের গ্রামের মানুষের ভিড় লেগে রয়েছে।
জানা গেছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুম শহর গ্রামের জনৈক আমিনুর ইসলামের ছেলে শাকিউল ইসলাম লেখাপড়া শেষে চাকরির উদ্দেশে ঢাকায় যান। সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করার পাশাপাশি ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং ডটকম নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে ভাষা শিক্ষা কোর্সে অংশ নেন। ওই সময় ইন্দোনেশীয় তরুণী তারাডা বার্লিয়াম মেগানন্দের সাথে তার পরিচয় ও পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভালোবাসার টানে প্রেমিক শাকিউল ইন্দোনেশিয়ায় গিয়ে তাঁর প্রেমিকাকে বিয়ে করে গতকাল মঙ্গলবার (১৮ জুন) ফিরে এসেছেন জয়পুরহাটের নিজ গ্রামে।
ইন্দোনেশীয় তরুণী তারাডা বার্লিয়াম মেগানন্দের সাথে প্রেম ও বিয়ের বিষয়ে শাকিউল সাংবাদিকদের বলেন, ‘ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরামের মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর তারাডা বার্লিয়াম মেগানন্দের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ মেনে তাকে বিয়ে করে দেশে এনেছি। আগামীকাল বৃহস্পতিবার এ দেশের রেওয়াজ অনুসারে বউভাত অনুষ্ঠিত হবে।’