ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির শঙ্কা, বাংলাদেশের লাভ কতটুকু?
আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য হারে জমে উঠেছে সুপার এইটের গ্রুপ এক এর সমীকরণ। টানা দুই ম্যাচ হারলেও বাংলাদেশের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সোমবার (২৪ জুন) মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া। ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হওয়ার কথা ভারত ও অস্ট্রেলিয়ার। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। দেরি হতে পারে এমনকি টসেও।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন বলছে, সেন্ট লুসিয়ায় বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে যেতে পারে। সত্যিই যদি ম্যাচ না হয়, তাহলে ভারত-অস্ট্রেলিয়া দুদল পাবে একটি করে পয়েন্ট। এতে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে সেমি ফাইনালে উঠে যাবে রোহিত শর্মা দল। অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে তিন। তাদের তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-আফগানিস্তান শেষ ম্যাচের দিকে। যে ম্যাচে বাংলাদেশ জিতলে অসিরা সেমিতে উঠবে। আর আফগানরা জিতলে কপাল পুড়বে তাদের।
সেই হিসাবে আজ বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলে বাংলাদেশের জন্য ক্ষতি। বাংলাদেশি দর্শকরা চাইবে ম্যাচ হোক এবং ভারত জিতুক। ভারত জিতলে শান্ত-সাকিবদের সম্ভাবনা টিকে থাকবে। পয়েন্ট টেবিলের হিসেব অনুযায়ী ভারতের বর্তমান নেট রানরেট +২.৪২৫। যা টপকানো বেশ কঠিন। ভারতকে বিদায় করতে হলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে তাদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় পেতে হবে। অস্ট্রেলিয়ার জিততে হবে অন্তত ৪১ রানে এবং আফগানদের বাংলাদেশকে অন্তত ৮৩ রানে হারাতে হবে।
এবার আসা যাক বাংলাদেশ ও ভারতের সমীকরণে। যদি আজকের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ভারত। তাহলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সরাসরি সেমিফাইনালে উঠবে রোহিতরা। অন্যদিকে, আগামীকাল ভোরের ম্যাচে যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ, তবে অন্য তিন দলের পয়েন্ট হবে সমান ২। তখন হিসেব করা হবে নেট রানরেরেট কে এগিয়ে।
অস্ট্রেলিয়ার বর্তমান নেট রানরেট +০.২২৩। আফগানিস্তান যদি ১ রানে বাংলাদেশের কাছে হারে তবে, অস্ট্রেলিয়াকে বাদ পড়ার জন্য অন্তত ৩১ রানে হারতে হবে। আর বাংলাদেশ যদি অন্তত ৩১ রানে জিততে পারে, তবে ভারতের কাছে অস্ট্রেলিয়াকে ৫৫ রানে হারতে হবে। এই সমীকরণটি আপাতদৃষ্টিতে বেশ কঠিন মনে হচ্ছে। তবে, নিরাশ হওয়ার কিছুই নেই। ক্রিকেটে যে সবই সম্ভব।