বিশ্বকাপে ব্যর্থতার কী ব্যাখ্যা দিলেন তাসকিন?
পরিসংখ্যান বলছে, এটিই বাংলাদেশের সবচেয়ে সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবারের মতো তিন ম্যাচে জয় পেয়েছে দল। ১৭ বছর পর উঠেছে সুপার এইটে। যদিও, খালি হাতেই ফিরতে হয়েছে সুপার এইট থেকে। গ্রুপ পর্বে ভালো খেললেও পরের পর্বে হেরেছে তিন ম্যাচের প্রতিটিতে।
সাফল্য-ব্যর্থতার অম্ল-মধুর স্মৃতি নিয়ে বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় দেশের মাটিতে পা রাখে দল। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন পেসার তাসকিন আহমেদ। সেখানে তিনি জানান, বাংলাদেশের ব্যর্থতার কারণ। দায় দেন ব্যাটারদের।
তাসকিন বলেন, ‘এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা তিনটা জয় পেয়েছি। অনেক ইতিবাচক দিক আছে। তবে, খারাপের পরিমাণ বেশি। পুরো বোলিং বিভাগ খুব ভালো করেছে। ব্যাটাররা পারেননি। গত ১০ বছরে কখনোই ব্যাটিংয়ে এত বাজে অবস্থা দেখিনি। খুব খারাপ সময় যাচ্ছে। সব মিলিয়ে প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি।’
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সেমিফাইনাল খেলতে হলে ১২.১ ওভারের মধ্যে ম্যাচ জিততে হতো। সেটি হয়নি, এমনকি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ।
সেই প্রসঙ্গে তাসকিন বলেন, ‘শেষ ম্যাচটায় আমরা সবাই হতাশ হয়েছি। সত্যি বলতে প্রথমে আমরা চেষ্টা করেছি ১২ ওভারের মধ্যে জিততে। পরে যখন দেখলাম এটা সম্ভব না, আমরা সাধারণভাবে জেতার জন্য খেলেছি। সেটাও হলো না।’