মোংলায় প্রধানমন্ত্রী স্মার্ট উপহার ল্যাপটপ পেল ৮০ নারী
মোংলায় নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ল্যাপটপ তুলে দেওয়া হয়।
দুই মাস ১৫ দিনের প্রশিক্ষণ শেষে এসব নারীর হাতে আয় সহায়ক এ ল্যাপটপ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা-ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই ও জামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস এবং চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান মোল্যা তারিকুল ইসলাম।
উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় ‘হার পাওয়ার প্রকল্প’র মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে দ্বিতীয় দফায় ৮০ নারীকে ল্যাপটপ দেওয়া হয়েছে। ল্যাপটপ দেওয়ার আগে তাদের আড়াই মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর এর আগে ২৫ জনকে দেওয়া হয় ল্যাপটপ। হার পাওয়ার প্রকল্পের আওতায় মোট ১৮৫ নারীকে এ ল্যাপটপ দেওয়া হবে বলে জানান তিনি।
সৌমিত্র বিশ্বাস আরও বলেন, প্রকল্পের মেয়াদ বাড়লে আরও বেশি নারীকে আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে প্রশিক্ষণের পাশাপাশি ল্যাপটপ বিতরণ করা হবে।