ভারতের কোচ হতে কত রুপি চান গম্ভীর?
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেললেও বিশ্বকাপের পর থেকেই কোচবিহীন ভারত। আগে থেকেই জানা ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপই হবে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের শেষ অ্যাসাইনমেন্ট। ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দায়িত্ব ছেড়েছেন দ্রাবিড়।
দ্রাবিড়ের শূন্য পদে নিয়োগের জন্য বিশ্বকাপের আগেই বিজ্ঞপ্তি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কয়েক দফায় নির্বাচনের পর প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তবে, নানা জটিলতায় আটকে আছে গম্ভীরের কোচ হওয়া।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস আজ মঙ্গলবার (৯ জুলাই) নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, মূলত আর্থিক সমঝোতায় এখনও পৌঁছাতে পারেনি দুই পক্ষ। কোচ হিসেবে দ্রাবিড় পেতেন বছরে ১২ কোটি রুপি। গম্ভীর এরচেয়ে বেশি চান বলে প্রতিবেদনে উল্লেখ করেছে গণমাধ্যমটি। যে কারণে আটকে আছে তার কোচ হওয়া।
গম্ভীর ছাড়াও ভারতের কোচ হওয়ার দৌড়ে আছেন ডব্লিউভি রমন। তবে, সম্ভাবনায় এগিয়ে গম্ভীরই। গত ১৮ জুন ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হয়েছিলেন গম্ভীর। ভারতের সাবেক এই তারকা মুখোমুখি হন বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটির। ভারতের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা গম্ভীর বর্তমানে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে আছেন। এর আগে কোচ হিসেবে কাজ করেছেন আরেক দল লখনৌ সুপার জায়ান্টসে।