লক্ষ্মণের সঙ্গে চুক্তি নবায়ন করল বিসিসিআই
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরিবর্তন এসেছে ভারতের কোচিং প্যানেলের। রাহুল দ্রাবিড়ের হাত থেকে কোচের দায়িত্ব বুঝে নিয়েছেন গৌতম গম্ভীর। জাতীয় দলের সঙ্গে ইতোমধ্যে দুটি সিরিজে কাজও করেছেন গম্ভীর। শোনা যাচ্ছিল, পরিবর্তন আসবে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।
তেমন কিছু অবশ্য হয়নি। একাডেমির বর্তমান প্রধান ভিভিএস লক্ষ্মণের হাতেই দায়িত্ব দায়িত্ব রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদন মতে, লক্ষ্মণের সঙ্গে নতুন চুক্তি করেছে বিসিসিআই।
মূলত, আগের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে লক্ষ্মণের সঙ্গে চুক্তি শেষ হতো বিসিসিআইয়ের। সেটি নবায়ন করে বাড়ানো হয়েছে তিন বছর। ২০২১ সালে প্রথমবার ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধানের দায়িত্ব পান এই কিংবদন্তি। লক্ষ্মণের আগে এনসিএ প্রধানের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়।
ভারতের ক্রিকেটার উঠে আসার অন্যতম বড় প্ল্যাটফর্ম এনসিএ। তৃণমূল থেকে ক্রিকেটারদের গড়ে তোলা হয় ভবিষ্যতের জন্য। যে দেশের তৃণমূল পর্যায়ে ক্রিকেটার যত বেশি, তারা তত এগিয়ে। ফলে, এনসিএ’র প্রতি বিসিসিআইয়ের বিশেষ মনযোগ। লক্ষ্মণের মতো দক্ষ তারকার নিবিড় পরিচর্যা আরও শানিত করে অ্যাকাডেমিতে থাকা তরুণদের।