ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, আছে বাংলাদেশও

ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা নতুন মাত্রা পেয়েছে। তার প্রভাব ক্রিকেটে মাঠেও বেশ জোরালো হয়েছে। ভারত তো আনুষ্ঠানিকভাবেই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। ফলে দুই দেশের দেখা হওয়ার মঞ্চ কেবলই বৈশ্বিক কোনো টুর্নামেন্ট। কিন্তু সেখানেও মাথাচাড়া দিয়ে উঠছে নানা বিতর্ক।
সর্বশেষ এশিয়া কাপের পর নারী বিশ্বকাপেও হাত মেলায়নি ভারত। তার ওপর এশিয়া কাপের ট্রফি নিয়ে বিতর্ক তো আছেই। সবমিলিয়ে ভারত-পাকিস্তানের ম্যাচ যেন বাড়তি উন্মাদনা তৈরি করেছে দর্শকদের মাঝে। দর্শকদের সেই উন্মাদনা দিতে ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।
আগামী ৭ নভেম্বর হংকংয়ে অনুষ্ঠিত হবে সিক্সেস টুর্নামেন্ট। মোট ১২টি দল অংশ নেবে টুর্নামেন্টে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত-পাকিস্তান দুই দলই। শুধু তাই নয়, টুর্নামেন্টেও একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বি এই দুই দেশ। বাংলাদেশও অংশ নেবে এই টুর্নামেন্টে।
১২টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে আছে তিনটি করে দল। ভারত ও পাকিস্তান পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গী কুয়েত।
বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। টাইগারদের অবশ্য কঠিন পরীক্ষাই দিতে হবে। কারণ, গ্রুপের বাকি দুই সঙ্গী হংকং ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। আর ‘এ’ গ্রুপের তিন দল আফগানিস্তান, নেপাল ও দক্ষিণ আফ্রিকা।
প্রতিটি ম্যাচ হবে পাঁচ ওভার করে। মাঠে নামবে ছয়জন করে ক্রিকেটার। এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে আব্বাস আফ্রিদিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে পাকিস্তান। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন দিনেশ কার্তিক।
ভারতের অধিনায়ক দিনেশ কার্তিক বলেন, ‘ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মানের। হংকং সিক্সেস এমন এক টুর্নামেন্ট, যার ইতিহাস ও মর্যাদা সমৃদ্ধ। আমি চাই, আমরা এমন দুঃসাহসী, আনন্দমুখর ক্রিকেট ক্রিকেট খেলি যা দর্শক উপভোগ করবে।’