যে শর্তে এশিয়া কাপের ট্রফি দেওয়া হবে ভারতকে

এশিয়া কাপ ২০২৫-এ চ্যাম্পিয়ন হওয়ার পরও এখনও ট্রফি হাতে পায়নি ভারতীয় ক্রিকেট দল। বিতর্কিত এই ঘটনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো সত্ত্বেও তিনি ট্রফি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
নাকভি অবশ্য একেবারে অস্বীকৃতি জানাননি। বরং ভারতীয় দলকে প্রতিনিধি পাঠানোর আমন্ত্রণ জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, নাকভি বিসিসিআইকে একটি প্রস্তাব দিয়েছেন। আগামী নভেম্বরে একটি সংবর্ধনা অনুষ্ঠান করতে চায় এসিসি। সেখানে ভারতীয় দলের অধিনায়ক ও খেলোয়াড়দের পাঠানোর কথা বলা হয়।
ট্রফি নিয়ে সমস্যাটির সূত্রপাত গত এশিয়া কাপের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। মহসিন নাকভির হাত থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকার করে টিম ইন্ডিয়া। ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে ভারত এই সিদ্ধান্ত নেয়। ভারতের এমন পদক্ষেপে অসন্তুষ্ট নাকভি এসিপি কর্মকর্তাদের নির্দেশ দেন ট্রফি সরিয়ে নিতে। এরপর থেকেই শুরু হয় এই অচলাবস্থা।

গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া এসিসির এক সভায় বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা নাকভিকে জয়ী ভারতীয় দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা বলেন। কিন্তু তাতেও বিতর্কের অবসান ঘটেনি। ভারত ছাড়াও শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ট্রফি হস্তান্তরের বিষয়ে বিসিসিআইকে সমর্থন জানিয়েছে।
বিসিসিআইকে পাঠানো এক চিঠিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নাকভি। তিনি লিখেছেন, ‘আমরা এশিয়া কাপ ২০২৫ জেতার জন্য ভারতীয় দলকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। এসিসি প্রেসিডেন্ট কোনো রাজনীতিতে জড়াবেন না। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংক্রান্ত বিসিসিআইয়ের উদ্বেগের বিষয়ে এসিসির সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। অতিথিরা মঞ্চে আসন নেওয়ার পর বিসিসিআইয়ের এক প্রতিনিধি জানান যে ভারতীয় ক্রিকেট দল ট্রফি ও পুরস্কার গ্রহণ করবে না।’

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে এসিসি সভাপতি নাকভির কাছে ট্রফি চেয়ে চিঠি পাঠিয়েছে বিসিসিআই। এখন চিঠির উত্তরের অপেক্ষায় আছে তারা। যদি উত্তর না আসে, তাহলে বিষয়টি আইসিসিতে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে। ট্রফি ফেরত পেতে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে তারা। ট্রফির জন্য শেষ পর্যন্ত লড়ে যাওয়া কথা জানিয়েছে বিসিসিআই।