ট্রফি দাও, নয়তো আইসিসিতে যাব—পাকিস্তানকে ভারতের হুমকি

এশিয়া কাপ শেষ হয়েছে প্রায় একমাস হতে চলল কিন্তু এখনো আলোচনা থামছে না আঞ্চলিক এই টুর্নামেন্ট নিয়ে। এর মূল কারণ হলো-এখনো ট্রফি হাতে পায়নি চ্যাম্পিয়ন দল ভারত।
এশিয়া কাপের ট্রফি বুঝে পেতে এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভিকে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। জবাব না পেলে আইসিসি যাওয়ার কথা জানিয়েছে বিসিসিআই।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। ট্রফি বুঝে পেতে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডও ভারতের পাশে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে সেই প্রতিবেদনে।
বিসিসিআই সেক্রেটারি দেবজিত শাইকিয়া ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে এসিসি সভাপতি মোহসিন নাকভির কাছে ট্রফি চেয়ে চিঠি পাঠিয়েছে বিসিসিআই। এখন চিঠির উত্তরের অপেক্ষায় আছে তারা। যদি উত্তর না আসে, তাহলে বিষয়টি আইসিসিতে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।
দেবজিত শাইকিয়া আরও বলেন, ট্রফি ফেরত পেতে বিসিসিআই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। ট্রফি ফেরত পেতে শেষ পর্যন্ত লড়ে যাবে বিসিসিআই।
নিয়ম অনুযায়ী, বিজয়ী দলের হাতে এশিয়া কাপের ট্রফি তুলে দেওয়ার কথা ছিল এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভির। কিন্তু ফাইনাল শেষে তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। তিনিও ট্রফি দেননি। পরে সেই ট্রফি রাখা হয়েছে দুবাইয়ে এসিসির অফিসে।
সর্বশেষ এসিসির মিটিংয়েও উঠেছিল এশিয়া কাপের ট্রফির এই বিষয়টি। তবে তার কোনো সমাধান হয়নি।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতকে ট্রফি বুঝিয়ে দিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ভারতের পাশে দাঁড়িয়েছে।
এ নিয়ে নাকভিকে তারা ই-মেইলও করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে।
এসিসির এক সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিসিসিআই সেক্রেটারি শাইকিয়া, এসিসিতে বিসিসিআইয়ের প্রতিনিধি রাজীব শুক্লা এবং অন্যান্য সদস্য বোর্ডের (শ্রীলঙ্কা ও আফগানিস্তান) প্রতিনিধিরা গত সপ্তাহে এসিসি সভাপতিকে ভারতের হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য চিঠি দিয়েছেন।
শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে চিঠি দিলেও নিজের সিদ্ধান্তে অনড় নাকভি। এর আগেও তিনি বলেছিলেন, ট্রফি নিতে হলে দুবাইয়ে গিয়ে এসিসির অফিসে তার হাত থেকেই নিতে হবে। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের চিঠির জবাবেও তিনি এটাই বলেছেন, জানিয়েছে ইন্ডিয়া টুডে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তার (নাকভির) জবাব ছিল, বিসিসিআই থেকে কেউ যেন দুবাইয়ে এসে, তার কাছ থেকে ট্রফিটি নিয়ে যায়। ফলে বিষয়টি এখনও অমীমাংসিত রয়েছে।
এদিকে ভারতও নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে, তারা নাকভির হাত থেকে ট্রফি নেবে না। তাই সম্ভবত আইসিসির আগামী বৈঠকে বিষয়টি উঠতে যাচ্ছে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। ফাইনালে পাকিস্তানের দেওয়া ১৪৯ রানের লক্ষ্য ২ বল আর ৫ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে ভারত।
এরপরই শুরু হয় অপ্রীতিকর ঘটনার। হঠাৎ করেই এসিসি সভাপতি নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। তাদের জন্য অপেক্ষা করে প্রায় এক ঘণ্টা পরে শুরু হয় ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবুও পুরস্কার নিতে আসেনি ভারত। ট্রফি নিয়ে দুবাইয়ে আইসিসির অফিসে রেখে দেন নাকভি। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, তার হাত থেকেই ট্রফি নিতে হবে ভারতকে।