ইডেন টেস্টের মাঝেই ভারত শিবিরে দুঃসংবাদ
চলমান ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ের পেছন দিকে হাত চেপে ধরে মাঠ ছেড়েছিলেন শুভমান গিল। ইডেন গার্ডেনে টেস্টের তৃতীয় দিনে আজ রোববার (১৬ নভেম্বর) জানা গেছে, ভারতীয় অধিনায়ক গিল টেস্টের বাকি অংশে আর খেলবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে বিষয়টি।
ইডেন টেস্টের দ্বিতীয় দিন ঘাড়ের পেশিতে টান পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে স্ট্রেচারে করে স্টেডিয়াম থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্টেডিয়াম ছাড়ার সময় তাকে নেকব্রেস পরা অবস্থায় দেখা যায় এবং সঙ্গে ছিলেন দলের ডাক্তার। খেলা শেষে গতকাল পরীক্ষা-নিরীক্ষার জন্য গিলকে হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে আছেন। বিসিসিআইয়ের মেডিকেল দল কাজ করছে তাকে নিয়ে।
সাইমন হার্মারের বলে সুইপ করে বাউন্ডারি মেরে ইনিংসের সূচনা করার পরই গিল ঘাড়ের পিছনের দিকে অস্বস্তি বোধ করেন এবং সঙ্গে সঙ্গেই ফিজিওকে ডাকেন। তিনি দ্রুত মাঠ ছাড়েন এবং রিটায়ার্ড হার্ট হন। ভারতের প্রথম ইনিংস ১৮৯ রানে গুটিয়ে গেলেও তিনি আর ব্যাট করতে নামেননি। এর আগেও ২০২৪ সালের অক্টোবরে ঘাড়ের ব্যথার কারণে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে খেলতে পারেননি।
ভারতের বোলিং কোচ মরনে মরকেল তার কাজের চাপ এবং অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে এই চোটকে দুর্ভাগ্যজনক বললেও বড় কোনো উদ্বেগের বিষয় উড়িয়ে দেন। মরকেল বলেন, ‘গিল অত্যন্ত ফিট একজন খেলোয়াড়। তিনি নিজের খুব যত্ন নেন। ঘাড় শক্ত হয়ে যাওয়াটা কেবলই দুর্ভাগ্যজনক, যা দিনের খেলায় তার ওপর প্রভাব ফেলেছিল। এটি শুধুই একটি খারাপ সময়।’
শুভমান গিলের অনুপস্থিতিতে টেস্টের বাকি অংশে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত।

স্পোর্টস ডেস্ক