বিসিবির ইমেইলের উত্তরে যা জানাল আইসিসি
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে গত বছর থেকেই। সম্প্রতি ভারতীয় উগ্র হিন্দুত্বাবাদীদের দাবির কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সেটি প্রকাশ্যে এসেছে।
এরপর বিসিবিও নড়েচড়ে বসেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বিসিবি। ইতোমধ্যে আইসিসিকে ইমেইল করেছে বোর্ড। আজ বুধবার (৭ জানুয়ারি) আইসিসি সেই ইমেইলের উত্তর দিয়েছে বলে জানিয়েছে বিসিবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে উদ্বেগ প্রকাশ করেছিল এবং দলের ম্যাচ অন্যত্র আয়োজনের অনুরোধ জানিয়েছিল, সে বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছ থেকে বিসিবি প্রতিক্রিয়া পেয়েছে।’
বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, ‘আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বিসিবির উত্থাপিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এবং সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা প্রস্তুত।’
আইসিসি আরও আশ্বস্ত করেছে যে, টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনার সময় বিসিবির মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
বিসিবি সবসময়ই দলের নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে জানিয়ে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দলের নির্বিঘ্ন ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিবি আইসিসি ও সংশ্লিষ্ট আয়োজকদের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনায় যুক্ত থাকবে, যাতে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়।’

স্পোর্টস ডেস্ক