শফিক রেহমানের পর মাহমুদুর রহমানকে রিমান্ডে চায় ডিবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যাচেষ্টার মামলায় এবার ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার হাসান আরাফাত মাহমুদুর রহমানকে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদনহ ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. নুর নবী আগামী ২৫ এপ্রিল রিমান্ড ও গ্রেপ্তার বিষয়ক শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের যেকোনো সময় বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, বিএনপি ও এর নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, নিউইয়র্কে ও যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।
এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন।
মাহমুদুর রহমান বেশ কয়েকটি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।
একই অভিযোগে গত শনিবার সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিনের রিমান্ডে নেয় ডিবি। একই দিন রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সজীব ওয়াজেদ জয়ও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে তাঁকে অপহরণ ও হত্যা চেষ্টার সঙ্গে জড়িত থাকার ব্যাপারে শফিক রেহমানের বিরুদ্ধে তাঁর কাছে প্রমাণ আছে।