বড় দুঃসংবাদ পেলেন লিওনেল মেসি
কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা। চোটের কারণে পুরো ফাইনাল না খেলতে পারলেও দলের সঙ্গে শিরোপা উৎসবে উপস্থিত ছিলেন তারকা ফুটবলার লিওনেল মেসি। অবশ্য চোটের কারণে ট্রফি নিয়ে সতীর্থদের সঙ্গে দেশেও ফিরতে পারেননি তিনি। এবার বড় দুঃসংবাদ পেলেন এই ৩৭ বছর বয়সী তারকা।
আজ বুধবার (১৭ জুলাই) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, একদিন আগে লিওনেল মেসি নিজে সমর্থকদের দ্রুত মাঠে ফেরার বার্তা দিলেও, সহসাই ফিরতে পাচ্ছেন না তিনি। ইন্টার মায়ামির বিবৃতি অনুযায়ী, মেসির পায়ের গোড়ালির অবস্থা খুব একটা ভালো নয়। যার ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে পড়লেন এই তারকা।
ক্লাবের পক্ষে থেকে আরও জানানো হয়, গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) মেসির ডান গোড়ালিতে পরীক্ষা-নীরিক্ষা করা হয়। এরপরই জানা যায়, গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে তার। তাই এই চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে, মায়ামির হয়ে মেজর লিগ সকারের প্রথম দুই ম্যাচে যে তার খেলা হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত।
আগামী ২৭ জুলাই লিগস কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে এমএলএসে বৃহস্পতিবার টরন্টো এফসি এবং রোববার ভোরে শিকাগো ফায়ারের মুখোমুখি হবে মায়ামি। এর আগে, গত রোববার কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ৬৪ মিনিটের সময় গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। মাঠ ছাড়ার পর ডাগআউটে বসে মেসিকে কাঁদতে দেখা যায়। প্রিয় তারকাকে এমন কান্না অনেক মেসি ভক্তের হৃদয় ভেঙে দেয়।