দুষ্কৃতকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে : চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘আমরা মনে করি কোটা আন্দোলনে দুষ্কৃতকারীদের বিশেষ ট্রাইব্যুনাল করে জরুরি ভিত্তিতে বিচার করতে হবে। যেন ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র করার আর কেউ সাহস না পায়।’
আজ সোমবার (২৯ জুলাই) মাদারীপুরে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা, পুড়িয়ে দেওয়া বিভিন্ন স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী এ কথা বলেন।
জাতীয় সংসদের চিফ হুইপ বলেন, ‘আমাদের দল থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা মাঠে থেকে সেটাই বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী বলেছেন, যারাই এই নাশকতার সঙ্গে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমরাও মনে করি এটা এমন একটি ষড়যন্ত্র যেটা গণভবনের উপর ষড়যন্ত্র। তার মানে শেখ হাসিনার উপর ষড়যন্ত্র। ২১ আগস্টের মতো ঘটনা ঘটানোর আরেকটা ষড়যন্ত্র। আমরা মনে করি বিশেষ ট্রাইবুন্যাল করে জরুরি ভিত্তিতে এর বিচার করতে হবে। যেন ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র করার আর কেউ সাহস না পায়।’
চিফ হুইপ আরও বলেন, ‘ষড়যন্ত্রকারীরা তো সব সময়ই ষড়যন্ত্র করছে। কারণ ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি তাদের নেই। স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে নির্বাচনের মাধ্যমে পরাজিত করার শক্তি কারও ছিল না। এ জন্যই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীকে ২১ আগস্টসহ কয়েকবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পরাজিত করার শক্তি তাদের নেই বলেই তারা বারবার দেশি-বিদেশি ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করার চেষ্টা করছে।’
চিফ হুইপ সহিংসতায় ক্ষতিগ্রস্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়, পৌর মুক্তিযোদ্ধা অডিটরিয়াম, পুলিশ ফাঁড়ি, পুলিশ বক্স, সার্বিক ফিলিং স্টেশন ও সার্বিক বাস ডিপো, জাতীয় মহিলা সংস্থা, মুক্তিযোদ্ধা কমিউনিটি কল্যাণ সোসাইটিসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো. শফিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমান খান, শিবচর উপজেলা চেয়ারম্যান ডা. মো. সেলিম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, শিবচর পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান।