প্যারিস অলিম্পিক
আর্জেন্টিনা-ফ্রান্স মহারণের অপেক্ষায় বিশ্ব
আরও একটি ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা গ্রুপসেরা হয়ে শেষ আট নিশ্চিত করলেই সেই সম্ভাবনা তৈরি হতো। কিন্তু, আলবিসেলেস্তেরা রানার্সআপ হওয়ায় কোয়ার্টার ফাইনালেই দেখা হচ্ছে ফেবারিট এই দুই দলের। মঞ্চটা অলিম্পিক হলেও জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
এ’ গ্রুপে ফ্রান্স গ্রুপসেরা হলেও ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা হয়েছে দ্বিতীয়। দুই দলের একটিকে তাই ছিটকে পড়তে হবে শেষ আট থেকে। কাতারে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ হাতছাড়া করা ফরাসিরা এবার প্রতিশোধ নিতে মুখিয়ে। ঘরের মাঠে খেলা হওয়ায় দর্শক সমর্থনের দিক দিয়ে বেশ এগিয়ে থাকবে ফ্রান্স।
এবারের আসরে দারুণ ছন্দে রয়েছে ফ্রান্স। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল যুক্তরাষ্ট্রকে। পরের ম্যাচে জিতেছিল গিনির বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের সঙ্গে দাপুটে ফুটবল খেলে ম্যাচ জিতে নেয় ৩-০ গোলে। যার ফলে কোনো সমীকরণ ছাড়াই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আট নিশ্চিত করে ফ্রান্স।
বাকি কোয়ার্টার ফাইনালগুলোতে লড়াবে যুক্তরাষ্ট্র-মরক্কো, জাপান-স্পেন ও মিশর প্যারাগুয়ে। আগামী শুক্রবার শুরু হবে দলগুলোর কোয়ার্টার ফাইনালের লড়াই। এরপর দুটি সেমিফাইনাল হবে আগামী সোমবার। ৮ আগস্ট হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ। আর সোনার লড়াইটি হবে প্যারিসে ৯ অগাস্ট।