২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে ভারত
কদিন আগেই প্যারিসে পর্দা নেমেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক। পরের দুই আসরের আয়োজকও ঠিক। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের পরের আসর হবে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে। এরপর ২০৩২ আসর হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ব্রিজবেনে। কিন্তু এরপরের আসর হবে কোথায়?
সেটি এখনও ঠিক হয়নি। তবে এই অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। ২০৩৬ সালে নিজেদের মাটিতে অলিম্পিকের মতো বড় আসর আয়োজন করতে চায় ভারত।
গতকাল রাজধানী দিল্লির লাল কেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, এরই মধ্যে ৩০৩৬ অলিম্পিক আয়োজনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন তারা।
এনডিটিভির খবর অনুসারে মোদি বলেছেন, ‘আমাদের মধ্যে ভারতের সেই যুবারা উপস্থিত, যাঁরা অলিম্পিকে ভারতের পতাকা ওপরে তুলে ধরেছেন। আমি ১৪০ কোটি ভারতবাসীর অন্তরের অন্তঃস্থল থেকে তাঁদের অভিনন্দন জানাই। যাঁরা প্যারালিম্পিকে অংশ নেবেন, তাঁদেরও শুভেচ্ছা জানাই।’
এর পর নিজের স্বপ্নের কথা জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর বলেছেন, ‘আমরা কিছু দিন আগে জি২০ সম্মেলন করেছি। রাষ্ট্র হিসেবে এ ধরনের আয়োজনের সক্ষমতা ভারত বিশ্বের সামনে প্রমাণ করেছে। ভারত এখন স্বপ্ন দেখে ২০৩৬ সালে অলিম্পিক গেমস আয়োজনের। এ ব্যাপারে প্রস্তুতিও শুরু করেছি আমরা।’
সদ্য শেষ হওয়া অলিম্পিকে ভারত ১টি রুপা ও ৫টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক জিতেছে। ভারত এখন পর্যন্ত ২৬টি অলিম্পিকে অংশ নিয়ে মোট ৪১টি পদক জিতেছে। এর মধ্যে সোনার পদক ১০টি, রুপা ১০টি ও ব্রোঞ্জ ২১টি।