এবার প্যারা অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছে প্যারিস
শেষ হয়েছে প্যারিস অলিম্পিক। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকের পর্দা নামলেও প্যারিস এখনই নিজেদের গুটিয়ে নিতে পারছে না। কারণ, এই শহরেই অনুষ্ঠিত হবে প্যারা অলিম্পিক। আগামী ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্যারা অলিম্পিক।
প্যারা অলিম্পিক মূলত বিশেষ সুবিধা সম্পন্ন অ্যাথলেটদের নিয়ে অনুষ্ঠিত হয়। গ্রীষ্মকালীন অলিম্পিকের পর এবং শীতকালীন অলিম্পিকের মাঝামাঝি অনুষ্ঠিত হয় অলিম্পিকের বিশেষ এই আয়োজন।
এদিকে, প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্টে সোনা জিতে পদক তালিকায় চীনকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্র। প্যারিসে চীন ও যুক্তরাষ্ট্র, দুই দলই সোনা জিতেছে সমান ৪০টি করে। তবে, রুপা ও ব্রোঞ্জ জয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় পদক তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্রের নাম। এ নিয়ে টানা চারটি অলিম্পিক সবার ওপরে থেকে শেষ করল অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি সোনাজয়ী দেশটি।
৪০ সোনা, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জসহ মোট ১২৬টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। চীন জিতেছে ৪০টি সোনা, ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জসহ ৯১টি পদক। এশিয়ার দেশ জাপান ২০টি সোনা জিতে তৃতীয় হয়েছে। ১২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক জিতেছে দলটি।