পাকিস্তান সফরে ‘এ’ দলের অধিনায়ক বিজয় ও হৃদয়
চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এর আগে রয়েছে ’এ’ দলের সিরিজ। যেখানে সুযোগ পেয়েছেন মুশফিকুর রহিম, মমিনুল হকের মতো ক্রিকেটাররা। মূলত কন্ডিশনের সঙ্গে পরিচিত হতেই তাদের আগেভাগেই পাঠাচ্ছে বিসিবি। আর এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন তাওহিদ হৃদয় ও এনামুল হক বিজয়।
গতকাল বুধবার (৩১ জুলাই) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সফরের ওয়ানডে সিরিজে সাদা বলে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। আর লাল বলের দলের নেতৃত্বে আরেক টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়।
অবশ্য এই দুইজনের জন্য অধিনায়কত্বের দায়িত্বটা নতুন নয়। এর আগে, বয়সভিত্তিক ক্রিকেটে লম্বা সময় অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে হৃদয়ের। আর বয়সভিত্তিক দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে বিজয়ের।
আগামী ৬ আগস্ট প্রায় তিন সপ্তাহের সফরে পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ ‘এ’ দল। সফরে দুটি চার দিনের ম্যাচ ছাড়াও তিনটি ওয়ানডে খেলবে ক্রিকেটাররা। প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১০ আগস্ট। দ্বিতীয় ম্যাচটি ১৭ আগস্ট। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ।
প্রথম চার দিনের ম্যাচের দল
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয় , মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাইদুল ইসলাম অংকন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হোসেন সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
দ্বিতীয় চার দিনের ম্যাচের দল
এনামুল হক বিজয়, মোঃ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির আলী অনিক, তাওহীদ হৃদয়, মাইদুল ইসলাম অংকন, হাসান মুরাদ, তানভির ইসলাম, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
ওয়ানডে ম্যাচের দল
সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অংকন, মোসাদ্দেক হোসাইন সৈকত, জাকের আলী অনিক, রিয়াদ হোসেন, মেহেদী হাসান, তানভির ইসলাম, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।