যেমন থাকতে পারে আজকের আবহাওয়া
কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে অনেক এলাকা তলিয়ে গেছে, হয়েছে ফসলের ক্ষতি। আজও দেশের ছয়টি বিভাগে হতে পারে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। একইসঙ্গে ঢাকাতেও একই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার (৩ আগস্ট) পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস বলছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।