শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ময়মনসিংহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠেছে ময়মনসিংহ। হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, চিকিৎসক, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা আজ শনিবার (৩ আগস্ট) সকাল ১১টা থেকে কোটা আন্দোলনের মূল কেন্দ্র শহরের নজরুল স্কয়ারে জড়ো হতে থাকেন। দুপুরের পর শুরু হয় বিক্ষোভ মিছিল।
এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ, প্রতিবাদী গান ও কবিতা পাঠ করেন মেডিকেল শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে নজরুল স্কয়ারে এসে সমাবেশ ও মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সমাবেশ শুরুর স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজের কিছু শিক্ষক ও শিক্ষার্থী প্রতিবাদী শিক্ষার্থীদের জবাব দিতে পাল্টা কর্মসূচি করার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিয়ে সেই চেষ্টা ভণ্ডুল করে দেয়।
নজরুল স্কয়ারে মিছিলের আগে সমাবেশে সমন্বয়কারীরা বলেন, এখন এক দফার আন্দোলন শুরু। কোনো আলোচনা হবে না, সব হত্যার বিচার, আটক ছাত্রদের মুক্তিসহ ৯ দফা দাবির বাস্তবায়ন এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরবে না।