বরিশালে বিজয় উল্লাস
শেখ হাসিনার দেশত্যাগের খবরে বরিশালের রাজপথে বিজয় উল্লাস করেছে ছাত্র-জনতা। আজ সোমবার (৫ আগস্ট) দুপুর সাড়ে তিনটার দিকে নগরীর সদর রোড, নথুল্লাবাদ, রূপাতলীসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে জনসাধারণ।
এ সময় হাতে জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে ছাত্র-জনতাকে। সরেজমিনে দেখা যায়, দুপুর ৩টার দিকেই শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পরে বরিশালের জনমুখে। এরপরই নগরীর সদর রোডে লোকেলোকারণ্য হয়ে যায়। তারা বিভিন্ন এলাকা থেকে পৃথক মিছিল নিয়ে সদর রোড অতিক্রম করে। এসব মিছিলে শিশু, ছাত্র-জনতাদের উল্লাস করতে দেখা যায়।
এ ছাড়া নগরীর নথুল্লাবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ মিছিল নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফটকের পৌঁছান। তবে এসব আনন্দ উল্লাস চলার সময় নগরীতে কোনো আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। পুরো বরিশাল নগরী ছিল ছাত্র-জনতার দখলে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে রাখে।
কোটা সংস্কার আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ বলেন, এ বিজয় দেশের জনসাধারণের। আমরা ছাত্ররা লাগাতার আন্দোলন করে আমাদের দাবি আদায় করেছি। এ বিজয়ে আমরা আনন্দিত।
রিকশাচালক আবদুল মজিদ বলেন, ছাত্র-জনতার বিজয় হয়েছে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রিকশা নিয়ে যোগ দিয়েছি।