পুলিশের গুলিতে চট্টগ্রামে চারজন নিহত, আহত শতাধিক
শেখ হাসিনার পদত্যাগ ও পালানোর খবরের পর চট্টগ্রামে বিভিন্ন থানা ও পুলিশের কার্যালয়ে হামলা চালায় উত্তেজিত ছাত্রজনতা। এসময় পুলিশের গুলিতে চারজনের মৃত্যু হয়। আহত হয়েছে আরও শতাধিক মানুষ।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহত চারজনের মধ্যে কোতোয়ালী থানা এলাকায় নিজাম উদ্দীন, হাটহাজারী থানা এলাকায় জালাল উদ্দিনসহ হালিশহর পুলিশ লাইন এলাকায় একজন ও লালদিঘী এলাকায় একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
এছাড়া নগরীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংর্ঘষের ঘটনায় আহত ৭৬ জনকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত আরও অর্ধশতাধিক ব্যক্তিকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, চট্টগ্রামের ১৬ থানায় হামলা করে অস্ত্রাগার লুট করা হয়েছে। বিভিন্ন থানা ভবন ভাঙচুর করে অস্ত্র ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। এছাড়া দামপাড়া পুলিশ লাইন থেকে অস্ত্রাগার লুট করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও জেলা প্রশাসনের অধিকাংশ যানবাহনে আগুন ও ভাঙচুর করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।