কাশিমপুর কারাগারে বন্দির স্বজনদের বিক্ষোভ, সেনা মোতায়েন
কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তার ছাত্রদের ছেড়ে দেওয়ার হবে—এ আশায় আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকেই গাজীপুরের কাশিপুর কারাগারে বন্দিদের স্বজনরা ভিড় করছিলেন।
এক পর্যায়ে বন্দিদের স্বজনরা তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ করতে থাকে এবং কারা ফটকে ধাক্কাধাক্কি শুরু করে। অপরদিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দিরা মুক্তির আশায় বিক্ষোভ শুরু করে। এমন সংবাদের কারাগারের বাইরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কারাগারের উপর দিয়ে হেলিকপ্টার টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে দুপুরের পর থেকে কারা আশপাশে পরিস্থিতি শান্ত রয়েছে।