গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের চক্রবর্তী ও জিরানী এলাকায় নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন তারা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আজ সকাল ৬টার দিকে চক্রবর্তী এলাকায় নরবান ফ্যাশন লিমিটেডের দুজন নারী শ্রমিক কাজে যোগদান করতে আসার সময় রাস্তা পার হতে গেলে তাদেরকে একটি দূরপাল্লার বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক মারা যায়, অন্যজনকে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অন্যদিকে, জিরানী এলাকায় গতকাল ওকো টেক্স নামে একটি কারখানার একজন শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এরপর থেকে বিক্ষোভ শুরু করেন ওই কারখানার শ্রমিকরা। আজও ওই শ্রমিক নিহতের ঘটনাকে কেন্দ্র করে জিরানি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে অবশ্য যৌথ বাহিনীর সদস্যরা নবীনগর-চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়ার অনুরোধ করতে দেখা যায় তাদের।