শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
নানা অনিয়মের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি ওষুধ মজুত থাকার পরেও প্রেসক্রিপশনে প্রাইভেট কোম্পানির ওষুধের নাম লিখে দেওয়াসহ নানা অনিয়মের বিষয়ে তদন্ত করেছে দুদক।
অভিযানের শুরুতেই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার খোঁজ নিতে দুদকের টিম দ্বিতীয় তলায় ভর্তি রোগীদের সাথে কথা বলেন। সরকারি ওষুধ রোগীদের দেওয়া হয় কিনা, তা জানতে চান রোগীদের কাছে। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ঘুরে দেখেন এবং হাসপাতালের বিভিন্ন নথিপত্র দেখেন। পরে দুদকের টিম হাসপাতালের রান্না ঘর পরিদর্শনে গিয়েও বেশ কিছু অনিয়ম পায়।
অভিযান শেষে গাজীপুর জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক তদন্তে আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তদন্তের পরে বেশ কিছু অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। এ বিষয়ে দুদকের প্রধান কার্যালয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেবেন বলেও জানান তিনি।
এসব অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, সারাদেশেই এখন ওষুধের ঘাটতি রয়েছে, যার কারণে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ নেই। প্রতিনিয়ত এই শীত মৌসুমে প্রচুর রোগী আসেন, কিন্তু পর্যাপ্ত ডাক্তার না থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। তারপরও সকলকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন ডাক্তাররা।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)