ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে সারা দেশে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ সারা দেশে রাস্তায় নেমে আসে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিচার দাবিতে তারা সড়ক অবরোধ করে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
এ সময় ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব; আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিয়ম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’ ইত্যাদি স্লোগান দেয় তারা। রাজধানীতে বিক্ষোভকারীরা দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা চালিয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করে। ভাঙচুর করা হয় ছায়ানট ইনস্টিটিউট। চট্টগ্রামে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর বাসায়ও ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলা-উপজেলায় বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এনটিভি জেলা প্রতিনিধি, এনটিভি অনলাইন ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
আজ সকাল থেকেই শাহবাগে রাস্তা আটকে বিক্ষোভ শুরু হয়। মিছিল স্লোগানে উত্তাল হয়ে উঠে শাহবাগ। সকাল ১০টার পর রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদী মিছিল করে।
ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসির দাবি ময়মনসিংহে
আইয়ুব আলী, ময়মনসিংহ : ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজ দুপুরে শহরের জুলাই চত্বরে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের সর্বস্তরের বিপ্লবী জনতা। বাদ জুমা জুলাই চত্বরে সমবেত হন তারা। সেখানে সমাবেশে ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসির দাবি জানানো হয়।
এ ছাড়া একই সময় শহরে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। পরে গাঙ্গিনার পাড়ে সমাবেশে বক্তব্য দেন শিবিরনেতারা।
লক্ষ্মীপুরে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার চেয়ে এবং ঘাতকদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে লক্ষ্মীপুরে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শুক্রবার বিকেলে চকবাজার জেলা কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু করে। পরে আশপাশের অন্যান্য মসজিদের মুসল্লিরা যোগ দেয়। মিছিলটি উত্তর তেহমুনী গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর জেলা সভাপতি অনারারি ক্যাপ্টেন ইব্রাহিম, বৈষম্যবিরোধী আন্দোলনের লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক আরমান হোসেন, লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ ইউনুছ, আপ বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা সভাপতি হামিদুর রহমান।
অন্যদিকে একই সময়ে লক্ষ্মীপুরের চারটি উপজেলা রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ঠাকুরগাঁওয়ে
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও : ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। আজ জুমার নামাজ শেষে শহরের আর্ট গ্যালারি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে জেলা স্কুলের সামনে অবস্থান নেয়।
এ সময় বক্তরা শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। সেই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
খাগড়াছড়িতেও বাদ জুমা বিক্ষোভ সমাবেশ
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি : ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসির দাবিতে খাগড়াছড়িতেও আজ বাদ জুমা বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই ঐক্য মঞ্চসহ বিভিন্ন সংগঠন। কোর্ট মসজিদ থেকে জামায়াতনেতা অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ ছাড়া কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে জুলাই যোদ্ধাসহ ভারতের আধিপত্যবাদবিরোধী মুসল্লিরা মিছিলে অংশ নেয়। মিছলটি শহরের ভাঙ্গাব্রিজ, শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ার হয়ে আবার শাপলাচত্বরে এসে শেষ হয়। এ সময় প্রায় আধা ঘণ্টারমতো যানচলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সরকারি নির্দশনার আলোকে বিভিন্ন মসজিদে হাদির রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
পিরোজপুরে হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
রশিদ আল মুনান, পিরোজপুর : পিরোজপুরে ওসমান হাদির প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। আজ বিকেলে শহরের জুলাই স্মৃতিস্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিস মোড়ে পথসভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী শাহ্ নেওয়াজ অভি, জেলা জুলাই যোদ্ধা কমিটির মুখ্য সংগঠক তাহমিদ আল নাসিব, পিরোজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক মো. আল আমিন, পিরোজপুর পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি এইচ এম মামুন, পিরোজপুর পৌরসভা ছাত্র শিবিরের সভাপতি মো. রাকিব হোসেন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মাহবুবুল আলম নাঈম।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকারী ও এর পরিকল্পনার সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে হবে।
মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
এম আর মর্তুজা, মাদারীপুর : ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে আজ বাদ জুমা মাদারীপুরের মোস্তফাপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এ সময় এক ঘণ্টা মোস্তফাপুরে ব্লকেড করায় যান চলাচল ব্যাহত হয়।
এ ছাড়া শিবচর, রাজৈর, কালকিনি, ডাসার উপজেলার বিভিন্ন স্থানে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা অবিলম্বে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকারকে আলটিমেটাম দেয়।
এর আগে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে মাদারীপুরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুরে জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও
শরীফুল ইসলাম, চাঁদপুর : শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চাঁদপুরেও বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
আজ দুপুরে শহরের বাইতুল আমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমবেত হয়। এ সময় চাঁদপুর-কুমিল্লা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করায় ওই সড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
পরবর্তী সময়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেয় এবং সেখানে ঘেরাও কর্মসূচি পালন করে। এ সময় এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষোভকারীরা প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। তারা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁমিয়ারি দেন বক্তারা।
দিনাজপুরের খানসামায় থানা ঘেরাও ছাত্র-জনতার
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ ও খানসামা) : ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলায় দিনভর টানা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধারা বাদ জুমা উপজেলার পাকেরহাটের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাকেরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে শিক্ষার্থী, যুবক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ চলাকালে ‘হাদির হত্যার বিচার চাই’, ‘খুনিদের দ্রুত গ্রেপ্তার কর’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘বিচারহীনতার অবসান চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
ফেনীতে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা
জাহিদুল আলম রাজন, ফেনী (সদর, ছাগলনাইয়া) : ওসমান হাদি খুনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা আদায় করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য।
আজ জুমার নামাজের পর শহরের জহিরিয়া মসজিদের সামনে জড়ো হয়ে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। ঘণ্টাব্যাপী অবস্থান কালে মহাসড়কের দুই পাশে তিন কিলোমিটারের বেশি যানজট তৈরি হয়।
এরপর মহাসড়কেই হাদির গায়েবানা জানাজা আদায় করেন তারা। সমাবেশ বক্তারা বলেন, অবিলম্বে খুনিকে গ্রেপ্তার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে হবে।
এ সময় তারা হুঁশিয়ারি দেন, অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে মহাসড়কে আরও কঠোর অবস্থান নিবেন তারা।
সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বায়ক ওসমান গনি রাসেল। গায়েবানা জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আব্দুল হান্নান।
জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ
আসমাউল আসিফ, জামালপুর : ওসমান হাদি হত্যার প্রতিবাদে জামালপুরেও রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। আজ বিকেলে শহরের গেইটপাড় এলাকায় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তির নেতাকর্মীরাসহ ছাত্র-জনতা এই অবরোধ করে।
প্রথমে শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তির নেতাকর্মীসহ ছাত্র-জনতা। এ সময় তারা শহরের গুরুত্বপূর্ণ পাঁচরাস্তা মোড় অবরোধ করে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় এক ঘণ্টা পর তারা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এরপর বিক্ষুব্ধরা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড় এলাকায় গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধরা ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-সরিষাবাড়ী রেলপথ ও শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে।
অবরোধের কারণে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি এক ঘণ্টা দাঁড়িয়ে থাকে।

এনটিভি অনলাইন ডেস্ক