দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বাশার-নান্নুর বার্তা
ঘোর অন্ধকার শেষে আলোর পথে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। শেষ হয়েছে গত ৩৬ দিনের আন্দোলন। কোটা সংস্কার দিয়ে শুরু হওয়া আন্দোলন শেষ হয় শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে। গতকাল সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভেঙে দেওয়া হয় জাতীয় সংসদ। ফলে, শেষ হয় আওয়ামী লীগ সরকার।
এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিসিবি সভাপতির বাইরে তার পরিচয় তিনি সাবেক সংসদ সদস্য ও যুব ও ক্রীড়ামন্ত্রী। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিসিবির কর্তা-ব্যক্তিরা। সকালে বিসিবিতে ‘ক্রিকেট সংগঠক’-এর ব্যানার নিয়ে হাজির হন বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক।
তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের অধীনে এত দিন বিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি চান তারা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও মিনহাজুল আবেদীন নান্নু।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার বলেন, ‘আমার মনে হয় এই অবস্থা দ্রুত কেটে যাবে। আমাদের সবকিছু তো ইন অর্ডার আছে। প্র্যাক্টিস আবার শুরু হয়ে যাবে। আমাদের সামনে গুরুত্বপূর্ণ খেলা আছে, বিশ্বকাপ আছে। ভালো কিছুর স্বপ্ন দেখছি আমরা।’
নান্নু বলেন, ’সবার সহযোগিতা নিয়ে দেশের ক্রিকেটটাকে চলমান রাখতে হবে। দ্বিপাক্ষিক সিরিজ আছে, ’এ’ দলের সফর আছে, সামনে টেস্ট সিরিজ আছে। এগুলো যাতে সময়মতো হয় তার জন্য সবার সহযোগিতা দরকার।’