ক্রিকেটার সাকিবকে ফিরে পেতে চান বিজয়
হুট করেই আলোচনায় ক্রিকেটার সাকিব আল হাসান। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরই সংসদ সদস্যের পদ খোয়ালেন সাকিব। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সাকিবের বাংলাদেশে ফেরা ও তার ক্যারিয়ার নিয়ে। এই প্রসঙ্গে এবার কথা বললেন ক্রিকেটার এনামুল হক বিজয়।
পাকিস্তানের মাটিতে হতে যাওয়া দুটি টেস্ট ম্যাচ সামনে রেখে আগামী ১৭ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সফরের আগে দেশে ফেরার কথা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে এখন সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি। এমনকি তাকে দলে রাখা হবে কিনা সেটি নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজনীতি ও খেলা নিয়ে বিজয় বলেন, ‘আমরা একেক ব্যক্তিকে একেক রকম দেখে এসেছি এবং সবার আলাদা আলাদা পরিকল্পনা থাকে। তাদের মাথা থেকে সেটা আসে। আপনি যে প্রশ্ন করেছেন, এটার উত্তর আরেকজন আরেকভাবে দেবে। উনি কী চাচ্ছেন, কিভাবে বাস্তবায়ন করবেন, কিভাবে খেলা চালাবেন, কিভাবে রাজনীতি চালাবেন, এটা একদমই ব্যক্তিগত বিষয়।’
বিজয় আরও যোগ করেন, ‘আমরা যখন তাকে মাঠে পাব, আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকে চাই। আমি মনে করি, ক্রিকেটার সাকিব আল হাসান যখন ক্রিকেটে আসবে, ক্রিকেটার বড় ভাই হিসেবে তাকে চোখের সামনে দেখতে চাই।’