চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন সাকিব? মুখ খুললেন বিসিবিপ্রধান
দূরে থেকেও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে সাকিব আল হাসানের নাম। গত কয়েক মাস ধরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রতিটি সংবাদ সম্মেলনেই কম-বেশি উচ্চারিত হয়েছে দেশসেরা অলরাউন্ডারের নাম। বিপিএলের মাসকট উন্মোচনের ঘুরে-ফিরে আবারও প্রশ্ন উঠে সাকিবকে নিয়ে। তখন ফারুক আহমেদ জানিয়েদিলেন, সাকিবের ইস্যুটিতে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী ওপর বিষয়টি ছেড়ে দিয়েছেন বোর্ডপ্রধান।
টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় বললেও ওয়ানডে ক্রিকেট থেকে এখনও অবসর নেননি সাকিব। তার ইচ্ছা, এ সংস্করণের ক্রিকেটটা চালিয়ে যাবেন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কিন্তু সেই সুযোগ কি পাবেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার?
আপাতদৃষ্টিতে তা বেশ কঠিনই মনে হচ্ছে। কেননা চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ যে একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলবে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ওয়ানডের সিরিজেই সাকিবকে ছাড়া দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মানসিকভাবে ফিট না থাকায় সাকিবকে রাখা হয়নি ওয়ানডে সিরিজের দলে বলে জানিয়েছেন তিনি।
সাকিব প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, 'সাকিব আল হাসানের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক। কিন্তু ওর যে ব্যাপারটা অথবা ও যে কারণে দেশে আসতে পারছে না সেটার সঙ্গে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী যেখানে আছেন তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।'
চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে ফারুক বললেন, ‘এখনও আমাদের লিস্টে আছে সাকিব। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক জিনিস নয়। আমার মনে হয় খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব, দেশের হয়ে খেলার জন্য।’