চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনে নেমেছেন আনসার সদস্যরা
সাধারণ আনসারদের চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনে নেমেছেন আনসার সদস্যরা। আজ রোববার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে সুপ্রিম কোর্টের সামনে এ দাবি নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
সরজমিনে দেখা যায় দুপুর ১২ দিকে বেশ কিছু আনসার সদস্য সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে জড়ো হন। এরপর তারা দাবি তুলে সাধারণ আনসারদের চাকরি জাতীয়করণের দাবি জানান। এ সময় তারা চাকরি জাতীয়করণের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
একাদিক আনসার সদস্য এনটিভি অনলাইনকে বলেন, জাতির যে কোনো দুর্যোগে যে কোনো সময় আনসার সদস্যরা নিবেদিত প্রাণ তবে তারা সবসময় থাকেন উপেক্ষিত। তাই রাষ্টের যে পরিবর্তন হচ্ছে তার সাথে আনসার সদস্যদের জীবনমান পরিবর্তনের জন্য সাধারণ আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণ এখন সময়য়ের দাবি।