মাদ্রিদের জার্সিতে কবে অভিষেক হচ্ছে এমবাপ্পের?
গত কয়েক বছরে রিয়াল মাদ্রিদের সবচেয়ে আরাধ্য সাইনিং কিলিয়ান এমবাপ্পে। কত অপেক্ষা, রোমাঞ্চ শেষে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ফরাসি এই তারকা। জুলাইয়ে তাকে বরণ করে নিলেও মাঠে নামা হয়নি। প্রায় এক মাস অপেক্ষার পর মাদ্রিদ ভক্তদের আশা পূরণ হতে চলেছে।
উয়েফা সুপার কাপে ইতালিয়ান ক্লাব আটালান্টার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার (১৪ আগস্ট) দিনগত রাত ১টায় ইউরোপা লিগ সেরার মুখোমুখি হবে মাদ্রিদ। সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেরা মাদ্রিদ। দুদলের লড়াইটা এবার ইউরোপে সেরাদের সেরা হওয়ার।
.
ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে পোল্যান্ডে পৌঁছেছে মাদ্রিদ। দেশটির রাজধানী ওয়ার্শের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লা রোজারা। তাতে রাখা হয়েছে এমবাপ্পেকে। ধারণা করা যাচ্ছে, কালই হয়তো মোদ্রিদের জার্সিতে অভিষিক্ত হতে পারেন এমবাপ্পে।
এমবাপ্পে ছাড়াও স্কোয়াডে রাখা হয়েছে চলতি মৌসুমে মাদ্রিদের আরেক সাইনিং এন্ড্রিককে। ব্রাজিলের এই বিস্ময়বালককেও দলে ভিড়িয়েছেন কার্লো আনচেলত্তি। অভিষেক হতে পারে তারও। এবার কেবল এমবাপ্পে ও এন্ড্রিককেই সাইন করিয়েছে ইউরোপিয়ান ফুটবলের রাজারা। মাঠে তাদের ঝলক দেখার অপেক্ষায় ভক্তরা। ফুটবলপ্রেমীরাও মুখিয়ে এই দুজনের পারফরম্যান্স দেখতে।