সাকিবকে নিয়ে লাহোরে অনুশীলন শুরু বাংলাদেশের
দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে গতকাল লাহোরে পা রাখে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানে পৌঁছানোর পরদিনই মাঠের অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। দলের সঙ্গে যোগ দিয়েছেন সদ্য গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে আসা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আজ বুধবার (১৪ আগস্ট) সকালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। শুরুতে কিছু সময় রানিং সেশনের পর ব্যাটে-বলের প্রস্তুতিতে নেমে পড়েন সাকিব-শান্তরা। আগামী দুইদিন এখানে অনুশীলন শেষে ১৭ আগস্ট প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিণ্ডিতে যাবে বাংলাদেশ।
জানা গেছে, দলের সঙ্গে যোগ দিতে আজই ঢাকা ছাড়ছেন পেসার শরিফুল ইসলাম। তিনিও সাকিবের সঙ্গে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নিয়েছিলেন। তবে, নিরাপত্তা শঙ্কা থাকায় দেশে না ফিরেই দলের সঙ্গে যোগ দেন এই ৩৭ বছর বয়সী সাকিব।
অনুশীলনের এই দফায় নেই পেসার তাসকিন আহমেদ। কেননা বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে খেলবেন এই ডানহাতি পেসার। পরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে।
পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ১২ বারই হেরেছে। একটিমাত্র টেস্ট ড্র করেছে খুলনায়। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আরও ছয়টি টেস্ট খেলবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে দুই টেস্ট এবং দেশের বাইরে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও দুটি করে চারটি টেস্ট খেলবে বাংলাদেশ।